কাঁঠালের কিছু পাতা উঠানে পড়েছে
আশ্বিণের শেষে বৃষ্টি তাতেই ঝরেছে।
একটি দোয়েল পাখি অবাক নয়নে
চারদিক দেখে যেন ভুগছে দহনে।
সূর্য গেছে না আছেই বোঝা বড় দায়
এত বৃষ্টি ঝিরিঝিরি শুধু ঝরে যায়।
আষাঢ় শ্রাবণ ভাদ্র গিয়েছে কখন
এত বৃষ্টি নামেনি তো ধরায় তখন।


অনেক শীত পড়েছে ঘুমও আসছে
নানা স্মৃতি দু'নয়নে শুধুই ভাসছে।
ছেলেবেলা একদিন ঘুঘু ছানা ধরে
এমন বৃষ্টির দিনে ঘুরি দিন ভরে।
লুডু খেলি বারান্দায় বসে কতজনে
বৃষ্টি ভেজা পশু পাখি ডাকে ক্ষণে ক্ষণে।


রচনা কাল : ১১/১০/২০১৮ ইং