সাধের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে
অনন্ত অসীম কাল কেউ নাহি রবে।
থাকতে সুখের তরে বুক দম নিছে
কল্পনা জল্পনা যত সবি যেন মিছে।
দালান করতে খাটি সারা দিবানিশি
বাঁচতে বছর খানি মিথ্যা সাথে মিশি।
বুঝতে পারছি সব তবু নাহি মানি
সুখের সন্ধান করে দুঃখ আনি টানি।


এভাবে চলছে সবে পৃথিবীর পরে
চাইছে আপন করে সব সুখ ঘরে।
পাইছে অনেক কিছু তবু আরো চায়
অন্তর ভরবে নাহি যত সেই পায়।
থাকলে মৃত্যুর ভয় প্রাণ হবে ক্ষয়
অল্পতে সন্তুষ্ট হলে সব হবে জয়।


রচনা কাল : ২২/০১/২০১৯ ইং