রুপে ভরা গুনে ভরা, বাংলা যেন সেরা।
সবুজ ঘাসের লতা, চারদিকে ঘেরা।
দূর্বা ঘাসের আঁচল, খোলা মাঠে পাতা।
লোক জন খুলে বসে, জীবনের খাতা।
সবুজ বনের ডগা, লাল ফুলে ভরা।
অপরুপ রুপে যেন, সাজে এই ধরা।
ছোট পাখি টুনটুনি, সারা দিন উড়ে।
ফুলের সৌরভ ছড়ে, সারা দেশ জুড়ে।


বাংলার অপূর্ব হাসি, ভরে শুষ্ক আঁখি।
দিল মোরে বন ফুল, যত্নে তুলে রাখি।
ফুল ফল পাতা আর, পাখি নানা জাত।
এই নিয়ে শুরু হয়, যেন গো প্রভাত।
নানান দেশের তরে, এই দেশ সেরা।
হে মোর জননী বাংলা, সুখী করো ধরা।


রচনা কাল ঃ
২৯/০৭/২০১৭ ইং
৯ঃ০৫ এএম।