এলোমেলো জীবনের নাই কোন দাম
বেঁচে থাকা মূল্যহীন ঝরা মিছে ঘাম।
মৃত্যু চাই দিবানিশি আসে নাহি ধারে
যন্ত্রণার ছোঁয়া দিয়ে যায় বারে বারে।
তিলে তিলে প্রাণটারে করে দিছি শেষ
পাগলের বেশে তাই ঘুরি নানা দেশ।
হাহাকার বুক জুড়ে করে বসবাস
ভুবনের মাঝে আছি হয়ে জিন্দা লাশ।


কতকাল স্মৃতি গুলো বুকে রাখা যায়
স্বপ্ন ভাঙা মন নিয়ে বেঁচে থাকা দায়।
নিশ্বাসের সাথে যার দিয়ে ছিনু তুল
সেই চলে গেল বলে সব হল ভুল।
জীবনের হাল ভেঙে গেছে সেই কবে
ঘুরাঘুরি পৃথিবীতে আর কত হবে?


রচনা কাল : ২৩/১২/২০১৮ ইং