কান্না ছাড়া কোন কিছু দিলি নারে তুই
স্বপ্ন মাঝে তোর ছবি কত করে ছুঁই।
ভালবেসে এত জ্বালা পেলো এই মন
দিন নাই রাত নাই কাঁদে সারাক্ষণ।
প্রেম পেতে ছিল আশা পূর্ণ নাহি হল
দু'নয়নে স্বপ্ন আজো করে ছলছল।
দুঃখ শুধু একটাই পর হয়ে গেলি
ঘর বেঁধে ব্যথা দিয়ে সুখ খুঁজে পেলি।


হারানোর কত কষ্ট জানে এই প্রাণ
বুকে বাজে ক্ষণে ক্ষণে বিরহের গান।
সুখ পেয়ে ভুলে গেলি পাষাণীর মত
তিলে তিলে বুক পুড়ে হয়ে গেল ক্ষত।
বেঁচে থাকি যত দুঃখ আসে ঝাকে ঝাকে
বোঝা তোর বড় দায় এই মনটাকে।


রচনা কাল : ১৯/০৪/২০১৯ ইং