স্মৃতির দুয়ারে উঁকি দেয় বারে বারে
বেদনা আঁধার ঘরে ডাকে প্রাণ তারে।
সন্ধ্যায় গিয়েছে দূরে আসে নাহি ফিরে
কখন আসবে হেসে এই ছোট নীড়ে।
পৃথিবী ঘুমিয়ে যায় জেগে উঠে চাঁদ
আকাশে শুধুই তারা কোথা নাই বাদ।
এমন আঁধার দেখে কেন চলে গেল
সেথায় যন্ত্রণা নেই শুধু সুখ পেলো?


সুখের সন্ধানে গিয়ে করে দিল পর
বুকের ভেতর দিল তুলে তীব্র ঝড়।
অসহ্য পবনে গেল ভেঙে মন প্রাণ
হৃদয় বাঁধন তাই পেলো নাহি মান।
জীবনে আবার যদি সুখ ফিরে পাই
সেদিন আগের মত তারে শুধু চাই।


রচনা কাল : ১৫/১১/২০১৮ ইং