ছলনা করেছে সেই মোর সত্য প্রেমে
চলতে চলতে প্রাণ গেল তাই থেমে।
বুঝিনি তখন তারে কেন এত হাসে
ভেবেছি আমায় যেন সত্যি ভালবাসে।
কেঁদেছে মায়াবী চোখে শুধু কষ্ট দিতে
আড়ালে হেসেছে কত যেন সুখ নিতে।
আঘাতে আঘাতে দিছে বুকটারে পুড়ে
গাইছি কতই গান বিরহের সুরে।


বোঝেনি কখনো প্রেমে কত জ্বালা রয়
একেলা পরাণ খানি শুধু ব্যথা সয়।
নিরবে আমায় যদি কোনদিন ভাবে
সেদিন একই ব্যথা সেই তবে পাবে।
অন্তর চাইছে আজ তার পাশে যেতে
বেসেছি শুধুই ভাল ব্যথা পেতে পেতে।


রচনা কাল : ১৫/০২/২০১৯ ইং