কার কাছে যাবো ছুটে সুখের আশায়
ফিরে দেয় সবে যেন আড় চোখে চায়।
ব্যথা নিয়ে বনে বনে ঘুরি সারা বেলা
মনের ঘরে চলবে আর কত খেলা।
চাঁদের কাছে যাবো না আলো ধার নিতে
সুখ স্মৃতি নিবো না তো ফিরে গো অতীতে।
দুঃখ পেয়ে হাসে মন একা নিরালায়
আঁধারে জোনাক হতে মন যেন চায়।


জীবনের এই পথে যাবো একা হেঁটে
নিদারুণ জ্বালা পেয়ে যাক বুক ফেটে।
শেষ হয়ে যাক সব পুড়ে দেহ মন
ফিরে আর দেখবে না, কিছু এ নয়ন।
কাঁদব না কষ্টে আর শ্রাবণের মত
বুক সাগর গভীরে হয়ে যাক ক্ষত।


রচনা কাল : ১২/০৬/২০১৮ ইং