ব্যথা ছাড়া স্বর্গপুরে হবে না রে মূল্য
সুখ আর ব্যথা হবে সব খানে তুল্য।
ব্যথা পেয়ে কাঁদো মন সুখে তুমি হাসো
সারাক্ষণ সুখ পেলে সুখে নাহি ভাসো।
কতক্ষণ যায় হাসা শুধু সুখ হাসি
কষ্ট এসে যদি না রে বলে ভালবাসি।
মিথ্যে হবে সব কিছু জীবনের স্বাদ
যদি না কখনো তুমি পড়ে থাকো ফাঁদ।


বিপদে কখনো যদি নাহি থাকো পড়ে
ভুবনের নানা রঙ নাহি প্রাণে গড়ে।
শুধু সুখ চেয়ে আর ফেলে না তো শ্বাস
সুখ দুঃখ নিয়ে করো সব খানে বাস।
শাহিন বলে সবারে নিয়ে ভাঙা তরী
কেমনে পানি না সেচে দিবে নদী পাড়ি।


রচনা কাল : ১০/০৪/২০১৮ ইং