ব্যথায় কাতর হয়ে নিশিতের তরে
কাঁপছে একেলা বসে যেন থরথরে।
নির্ঘুম নয়ন মেলে দেখে অন্ধকার
স্মৃতির দুয়ার উঁকি দেয় বার বার।
আড়ালে কান্নার ঢেউ বয়ে চলে যায়
কখনো কারোর সঙ্গ কভু নাহি পায়।
বিরহী জীবন বুঝি শূন্যতায় ভরা
রঙিন ভুবন তাই নাহি হল ধরা।


সুখের সন্ধান করে হতে হয় চুপ
কষ্টের নানান রঙ আছে নানা রূপ।
ভুলের মাসুল দিতে কাটে সারা বেলা
এভাবে জীবন তার করে যেন খেলা।
অন্তর সাজাতে গিয়ে থেমে যায় প্রাণ
বেদনা জোয়ার এসে দেয় বুঝি মান।


রচনা কাল : ১৮/১২/২০১৮ ইং