তারে পেলে কত সুখি হত রে এ মন
হাসতো সারা জীবন এ দু'টি নয়ন।
বিধাতা কেমন করে খেলছে এ খেলা
তরী ডুবে গেলে আশা দেয় সন্ধ্যা বেলা।
আপন মানুষ হয় পর এই ভবে
এমন কষ্ট হৃদয়ে  পায় যেন সবে ।
কে সুখী হয় ভুবনে বিরহি হৃদয়ে
সুখ কি গো মেলে কভু ব্যথা বুকে সয়ে।


কাঁদলে সারা জীবন হবে না আপন
পর হয়ে অন্য বুকে করে যে যাপন।
কোন জনমে আপন হবে কি জানি না
আপন হলে সে কথা আমি তা মানি না।
দুঃখ পেয়ে সুখ এলে ক্ষত কি শুকায়
মন পুড়ে ছাই হলে প্রাণ নাহি পায়।


রচনা কাল : ২৬/০৫/২০১৮ ইং