বিধি তুই দুঃখ ছাড়া কিছু নাহি দিলি
স্বপ্ন মাঝে রঙ দিয়ে সব রঙ নিলি।
যারে দিতে চেয়ে ছিলি পেয়ে পাই নাই
ছলনার মাঝে তুই তাই বলে যাই।
বুকে শুধু তৃষা দিলি মরি হাহাকারে
মেটানোর মত মন নাহি দিলি ধারে।
দু'নয়নে অশ্রু দিলি রয়ে গেছে আজো
কালো দাগে চোখ দু'টি বলো বুঝি সাজো।


কোন আশা নাই মোর আর কিছু নিতে
মিছামিছি শত দিন বাঁচি পৃথিবীতে।
কারো প্রাণে এতটুকু দিলি নাহি মায়া
যার চোখে স্বপ্ন গুলো পড়ে রবে ছায়া।
দুঃখ দিলি সেই দুঃখ সয়ে যাই সবে
বুঝানোর মত কেউ দিলি নাহি ভবে।


রচনা কাল : ০৯/০৩/২০১৯ ইং