দুধ ভাত খেতে বসে, খোকা খুকু হাসে।
মিছনে বিড়াল ছানা, থাকে যেন বসে।
মিউ মিউ ডাকে শুধু, বিড়ালের ছাও।
খোকা খুকু ভাত দিয়ে, মুখে বলে খাও।
খেয়ে দেয়ে তারপর, বলে ছানা মিউ।
মুখ মুছে দেয় খোকা, দেখে না তা কেউ।
খাটের তলায় থাকে, সাদা কালো ছানা।
খোকা খুকি মিলে মিশে, করে দেখা শুনা।


রচনা কাল ঃ
১০/০৮/২০১৭ ইং
৭ঃ২৩ পিএম।