কত দিন চলে গেছে, দেখিনি তোমায়।
সাধের স্বপ্ন আমার, হৃদয় পোড়ায়।
বুকে শুধু হাহাকার, গানে নেই সুর।
তুমি আছো ছেড়ে মোরে, দূর বহু দূর।
আজ তুমি ব্যথা হয়ে, মোর কলিজায় ;
ঠনঠন করে বাজো, যেন শূন্যতায়।
কবিতায় শুধু মোর, বেদনার রেশ।
বিরহের তরী মোর, চলে কোন দেশ?


ভালবাসা ভালবাসে, কষ্ট দেয় পরে।
ভালবাসা দিন শেষে, অশ্রু হয়ে ঝরে।
নরম মনের তরে, ভালবাসা কাঁদে।
বুক ভরা ভালবাসা, পড়ে রয় ফাঁদে।
তোমায় দেখার সাধ, হয় না পূরণ।
আমার কথা তোমার, হয় কি স্মরণ?


রচনা কাল ঃ
২০/০৭/২০১৭ ইং
১০ঃ৫৪ এএম।