বিরহিণী তরী বেয়ে, যাবো আর কত।
ভালবাসা সব ভেঙে, দুঃখ দিল শত।
আমার জীবনে রবে, শুধু ভাঙা তরী।
তাই নিয়ে সারা কাল, কাটবে একাকী।
দুঃখ দিয়ে গড়ে নিবো, সুন্দর সংসার।
ভালবাসা হারালে কি, বাঁচবো না আর।
মনের মানুষ ভুলে, যাবে মোরে যত।
সাজাবো সংসার আমি, মন মতো তত।


কূলে আমি যাবো একা, মোর তরী বেয়ে।
ব্যথা ভরা মন যেন, রবে শুধু চেয়ে।
আঁধার পথ পেরিয়ে, দুঃখ বামে ফেলে;
স্বর্ণ দ্বারে যাবো আমি, ভালবাসা ভুলে।
ব্যথা যদি জেগে পরে, হয়ে যায় ক্ষত;
অশ্রু জল মুছে হব, তরী নিয়ে রত।


রচনা কাল ঃ
১০/০৫/২০১৭ ইং
৮ঃ৩৪ পিএম।