এসো বৈশাখের দিনে বাঙালির ঘরে
গাও গান এক সুরে সারা দিন ভরে।
গায়ে মুখে রঙ মেখে বাঁকা মেঠো পথে
মঙ্গল শোভা যাত্রায় চলো সাথে সাথে।
সকালে পান্তা ইলিশ খেতে ভারি মজা
তাই খেয়ে ঘুরো ফিরো করো শুধু মজা।
ছোট বড় সবে মিলে নতুন বছর ;
করো গ্রহণ প্রভাতে, রাঙিও অন্তর।


বাঙালির স্বংস্কৃতিতে মহা আয়োজন ;
পহেলা বৈশাখ খাটি, মাটির মতন।
পুরাতন ক্ষয়ে গেল এলো নব দিন
তাই তো ঢোলের তালে নাচে সারা দিন।
কষ্ট ভরা স্মৃতি গুলো হয়ে গেল বাদ
নিতে হবে বুক ভরে নতুনের স্বাদ।


রচনা কাল : ১৪/০৪/২০১৮ ইং
পহেলা বৈশাখ ১৪২৫।