বৈশাখের ঝড় মাঝে ছুটেছি একেলা
দুপুরেই মনে হয় যেন সন্ধ্যা বেলা।
আকাশের কালো রঙ দেখে লাগে ভয়
আরো জোড়ে ঝড় এলে ক্ষতি যে নিশ্চয়।
বাড়ি যেতে হবে তাই দ্রুত পা ফালাই
মেঘ কত শব্দ করে তোলে বুকে হাই।
কত গাছ ভেঙে পড়ে নিজের সামনে
তাই দেখে লাগে ভয় ফিরবো কেমনে ।


আম পড়ে পথ মাঝে পায়ে লাগে লাথি
তবুও যে আম গুলো হয় না রে সাথি।
আমের প্রতি সবার আছে বড় লোভ
তবু কুড়াই না আম, মনে নেই ক্ষোভ।
বড় আশা বাড়ি ফেরা আর কত পথ
মেঠো পথে কাঁদা জলে নেই কোন রথ।


রচনা কাল : ০২/০৫/২০১৮ ইং