বৈশাখের আম্র বনে কচি কচি আম
ঝড় যদি আসে বেগে হয় কামে কাম।
দল ছেড়ে আম বনে যাবো একা একা
থাকবে সেখানে আম পড়ে থোকা থোকা ।
কুঁড়াবো মনের মত যত আম আছে
সবে এসে ফিরে যাবে সেথা গিয়ে পাছে।
আম নাহি পেয়ে তাই বকবে আমায়
তাতে কি আমার বুঝি কিছু  আসে যায়?


আহা! বলতে বলতে ঝড় এলো বনে
তীব্র বেগে ছুটে আসে ধূলো বালি সনে।
এদিক ওদিক সবে যায় ছুটে ছুটে
ভাবি আমি সব আম নেব লুটেপুটে।
এমনি ক্ষণে মা এসে ঘাড় চেপে ধরে
মরবি পাঁজি ছোঁকরা, চল ফিরে ঘরে।


রচনা কাল : ২৩/০৪/২০১৮ ইং