প্রাণ বন্ধু হাসে বলে মন সুখে ভরে
সকাল সন্ধ্যায় পাখি তাই গান ধরে।
নিশিতে জোনাক আসে দেখতে আমায়
সুখ বেশি আছে বলে তারা নিয়ে যায়।
যেতে যেতে তারা বলে কি পেল রে ভাই
এত দিন কেঁদে গেছে শুধুই একাই।
আজ তার ধারে সুখ কেন থরে থরে
এত আলো কেন আজ তার কুঁড়েঘরে?


আমি ফিরাই তাদের বলি শুন ভাই
বন্ধু পেয়েছি আমার তোদের জানাই।
সে এসে মনের ঘরে দিয়ে গেছে সুখ
তোরা সুখে হেসে যেতি দেখলে সে মুখ।
মায়াবি সে মুখ খানি শুধু নড়েচড়ে
বিধাতা সে মুখ বুঝি নিজ হাতে গড়ে।


রচনা কাল : ০৬/০৮/২০১৮ ইং