প্রিয়া তুমি ভুল বুঝে গেলে বহু দূরে
বরই তলার কথা অশ্রু হয়ে ঝরে।
কোনদিন কোন ক্ষণে যদি ভুল ভাঙে ;
আসবে কি ফিরে তুমি নিবে মোরে সঙে।
কত কথা কত সুখ বরই তলায়
নিরবে আমার কাছে কত কি ভাবায়।
জানি না তোমার মনে আছি কি না আমি
আজ হয়তো আমায়, ভুলে গেছো তুমি।


খুব ছোট ছিনু মোরা বড় ছিল সুখ
খেলাধুলা করে যেন লাল হত মুখ।
সেই দিন আজ স্মৃতি যেন মরুভূমি
ব্যথা পেলে এই মন কাঁদতে যে তুমি।
দূরে গেলে কত কথা শুনাতে আমায়
আজ আমি কত দূরে স্মরণ না হয়।


রচনা কাল : ২৫/০৩/২০১৮ ইং