তোমারে দেখার লাগি প্রাণ কেঁদে যায়
কোথা গেলে পাবো আমি বন্ধুরে তোমায়।
কোথা গেলে সুখ মনে আসবে আবার
ভালবাসা কাঁদে শুধু করে হাহাকার।
ভাবনার রাজ্য জুড়ে তুমি শুধু তুমি
কোথা গেলে প্রাণ ভরে দিতে পারি চুমি।
এই বুকে কত জ্বালা নিভাবো কেমনে
আমায় এ পথে রেখে গেলে অন্য খানে।


কত দিন হয়ে গেল দেখি না তোমায়
তোমায় না দেখে মনে বড় কষ্ট হয়।
কবে আর হবে দেখা আছো বহু দূরে
দেখি না তোমায় আর মন কভু ভরে।
বুঝেছি সুখের দিন গেছে মোর ক্ষয়ে
তুমি বন্ধু কেন মোর গেলে পর হয়ে।


রচনা কাল : ০৪/০৪/২০১৮ ইং