বর্ষার প্রথম দিনে, ওই দূর নীলে ;
ঘনঘন মেঘ ডাকে, মন যেন দোলে।
ছায়া দেয় মেঘমালা, রোদ উঁকি দেয়।
মৃদু ছায়া মৃদু আলো, সুখ যেন দেয়।
মাঝে মাঝে বর্ষা ঝরে, টিন ঘর চালে।
ঝুমঝুমাঝুম শব্দে, ঘুম আসে চলে।
ভাঙা ঘরে পানি পড়ে, কাঁথা যায় ভিজে।
বর্ষার প্রথম দিনে, নাহি মন কাজে।


মেঘের ছায়ার সাথে, গাছের ছায়ায়;
মিলেমিশে এক সাথে, সুখ যে বাড়ায়।
বেদনা বিরহ জাগে, কত যে পুরনো।
ক্ষণে ক্ষণে স্মৃতি আসে, তা কি কেউ জানো?
সুখ দুঃখ হাসি নিয়ে, কাটে যে সময়।
বর্ষার প্রথম দিন, যেন মধুময়।


রচনা কাল ঃ
১৫/০৬/২০১৭ ইং
৩ঃ১৫ পিএম।