বসন্তের কোন দিন দেখা যদি হয়
চোখ মেলে দেখ না তো পড়বে মায়ায়।
কোকিলের গান শুনে পড় না তো প্রেমে
বসন্ত ফুরিয়ে গেলে  প্রাণ যাবে থেমে।
শিমুল ডালের প্রাণে রঙ্গ মেলা বসে
বিরহী আত্না আমার দুঃখে যেন হাসে।
সুখ মনে সুখ দেখে ভেবনা আমায়
মোর কষ্ট তবে কিন্তু কাঁদাবে তোমায়।


এসেছিল বসন্তের রাঙা দিন গুলি
কত সুখে কেটে ছিল আহা কত কলি।
বসন্তের শেষে সব ঝরে গেল পঁচে
নিশিতে সেই ভাবনা ভেবে মন বাঁচে।
কত দিন কেটে গেল শূন্য এই ভবে
সেই বসন্ত ফিরবে, সুখ নিয়ে  কবে।


রচনা কাল : ২৫/০২/২০১৮ ইং