বসন্তের রঙে মন রাঙাতে চেয়েছি
তিলে তিলে কষ্ট তাই হৃদয়ে পেয়েছি।
একা একা সব ব্যথা সয়েছি নিশিতে
কারো সাথে মজে নিক মনটা পীরিতে।
মন মত কত মন এসেছে ধরায়
পাই নাহি কারো দেখা পুড়ছি খরায়।
ফুলে ফুলে ভরে গেলে হৃদয় বন্দরে
তবে এসে সুখ পাখি বসবে অন্তরে।


কোনদিন এই প্রাণ খুশিতে হাসবে
সুখ পাখি সুখ নিয়ে কাছেতে আসবে।
স্বপ্ন গুলো পূর্ণ হবে যতনে যেদিন
বসন্তের রঙ চোখে লাগবে সেদিন।
চারদিকে শুধু সুখ দেখবে নয়ন
চিন্তাহীন ঘুম ঘরে করবো শয়ন।


রচনা কাল : ১৪/০২/২০১৯ ইং