বসন্ত আসতে বুঝি দেরি নাই আর
গাছের শাখায় পাখি ডাকে বারে বার।
শীতের রুক্ষতা যাচ্ছে ধীরে ধীরে কেটে
দেখছি আপন মনে সব কিছু হেঁটে।
ফুটছে বাগানে ফুল কত শত রঙে
ভ্রমর ছুটছে দেখো তাই নানা ঢঙে।
বাজছে প্রেমের গান যেন সব খানে
করছে সবাই নৃত্য মিষ্টি গানে গানে।


বসন্ত আসুক মনে আর প্রকৃতিতে
সাজুক তবেই সবে সুখ বুকে নিতে।
হাসুক অন্তর খুলে ভ্রমরের মত
ফুলের ছোঁয়ায় যাক কষ্ট আছে যত।
নিভুক হৃদয় জ্বালা বসন্তের তরে
ভাসুক সুখের কণা প্রতি ঘরে ঘরে।


রচনা কাল : ১১/০২/২০১৯ ইং