বসন্ত প্রিয়ার মনে শীতে রুক্ষ আমি
ফুলের সৌরভে ভরা তাই কত দামি।
পাখির ছোঁয়ায় ফোটে মুখে বড় হাসি
কুয়াশা ঢেকেছে বলে অন্ধকারে ভাসি।
তুলনা করছি তার অপরূপা শোভা
মুখটি আড়াল হয়ে হল বুঝি বোবা।
মায়ার বাঁধনে পড়ে ভুলে গেছি সবি
ইশারা করলে আসে কত শত কবি।


গানের মানুষ আছে প্রাণে দেয় দোলা
মনের জানালা থাকে সর্বক্ষণ খোলা।
ভ্রমর গুঞ্জনে মাতে তার বুক পরে
প্রেমের খেলার শেষে ফিরে যায় ঘরে।
চলছে এমন করে মন দেয়া নেয়া
দেখছি আপন মনে বসে আজি খেয়া।


রচনা কাল : ১২/১২/২০১৮ ইং