চার দিন একটানা, বৃষ্টি যেন ঝরে।
পথে পথে হাটু জল, কাদা যেন ভরে।
আকাশের নীল রঙ, নাহি আর নীল।
সাদা মেঘে ডেকে আছে, যেন ভরা বিল।
থেমে থেমে বৃষ্টি ঝরে, হবে বুঝি বান।
পড়ে যেতে লাগে ভয়, পিছলে উঠান।
পথ ঘাটে চলা ফেরা, বড় কষ্টকর।
ছাতি ছাড়া কবে পথে, বের হবো আর।


এত বৃষ্টি মনে যেন, নাহি আর ধরে।
বৃষ্টির ভক্ত হৃদয়, যায় দূরে সরে।
সূর্যের দেখা আবার, মিলবে কখন।
মেঘ  ভেঙে উঁকি মেরে, দিবে সে কিরন।
আবার হাসবে মন, সূর্যের আলোয়।
মেঠো পথে জল যেন, যাবে যে শুকায়।


রচনা কাল ঃ
২৬/০৭/২০১৭ ইং
৯ঃ১১ পিএম।