হাসিতে রক্ত দোলায় কেমনে রোদেলা
বৃষ্টি ঝরা ভেজা মাঠে কাটছে অবেলা।
জানি আঁধার বাড়বে বর্ষণ হবেই
পিছলানো মেঠো পথে তবু ফেরা নেই।
বালকেরা বৃষ্টি মাঝে ধান কাটা ক্ষেতে
খেলছে নানান খেলা কত সুখ পেতে।
মেঘ ডাকে বহু দূরে তারা কান পাতে
ঢল মাঝে তারা বেশি আনন্দেতে মাতে।


বৃষ্টি যেন স্বর্গ ভবে শৈশবের প্রাণে
আমি শিশু না হলেও তবু মন জানে।
খেলা দেখে যাই ফিরে সেই ছোট্ট কালে
নেচে উঠে মন প্রাণ বৃষ্টি ফোটা তালে।
সন্ধ্যা ক্ষণে ভেজা গায়ে সবে বাড়ি যায়
আমি একা স্মৃতি গুলি ভাবি নিরালায়।


রচনা কাল  : ২৫/০৭/২০১৮ ইং