এমন বৃষ্টির দিনে শুধু ভেবে যাই
তোমাকে আপন করে যদি আমি পাই।
হয়তো বৃষ্টিতে ভিজে কেঁপে থরথরে
হাটতাম দু'জনায় মেঠো পথ ধরে ।
নয় তো বা হাঁস হয়ে ভরা গাঙ স্রোতে
ভেসে যেতাম সুদূর পানসী লহতে।
আহা শ্রাবণের বৃষ্টি নেই তো কামাই
তার সাথে হৃদয়ের আবেগ লাগাই।


প্রতি বৃষ্টির ফোঁটায় প্রাণ ডেকে যায়
বুঝছো ঠিকই তুমি বৃষ্টির ছোঁয়ায়।
জানি ভাবছো আমায় প্রতি ক্ষণে ক্ষণে
নয় বিছানায় শুয়ে দেখছো স্বপনে।
মিথ্যে নয় সত্যি হবে তাই গান গাই
মনে মন মিলে গেছে কিছু নাহি চাই।


রচনা কাল : ২৪/০৭/২০১৮ ইং