আঘাতে বুকের মাঝে হয়ে গেছে ক্ষত
নয়ন জলের ধারা বয় অবিরত।
নিষ্ফল স্বপন আজো পিছে পিছে রয়
জানিনা কিসের আশে মন কথা কয়।
ভুলতে চাইলে তারে ভুলা যেতে পারে
হয়তো প্রাণের জ্বালা তাতে আরো বাড়ে।
পুড়তে পুড়তে প্রাণ হয়ে যাক ছাই
দেখবো প্রেমের মাঝে তবে কিছু নাই।


মনের সুখের লাগি যত যাই খুঁজে
ততই কষ্টের ভাগ নিতে হয় বুঝে।
থামলে পথের বাঁকে কান্না সুর শুনি
হৃদয় গভীরে সেথা ব্যথা তাই বুনি।
বুঝাতে মনের তৃষা যাই কত খানে
এভাবে চলবো কত দুঃখ ভরা প্রাণে?


রচনা কাল : ০৭/০১/২০১৯ ইং