বুঝে শুনে দিল ব্যথা যত তার আছে
কাঁদি আমি শোনে না তো ফেলে যায় পিছে।
কেন দিল এত ব্যথা সয়না পরানে
ভালবেসে অপরাধী হলাম জীবনে।
ক্ষমা মন পেল না রে চেয়ে তার কাছে
মৃদু হেসে তবু যেন চলে গেল পিছে।
পাষাণী আমার প্রিয়া লাজে মরে যাই
হৃদয়ের মাঝ খানে আর প্রাণ নাই।


পুড়ে গেল দেহ মন কল্পনার ঘর
শোনে না সে কথা কেউ সবে বলে সর।
দুঃখ ভরা এ জনম কার কাছে কই
শাহিন বলে সবারে নাই তার সই।
তাই ভব একা একা দিতে হবে পাড়ি
চলে যাক সবে দূরে, যাক না রে ছাড়ি।


রচনা কাল : ০৯/০৩/২০১৮ ইং