ওই হাসি মুখ দেখে প্রাণ সুখে দোলে
পুরনো ব্যথার স্মৃতি মন সব ভোলে।
কেমন যাদুতে নিলে কেড়ে মন প্রাণ
বুক ভরে দিলে প্রেম দিলে কত গান।
মিষ্টি হাতে মিষ্টি চিঠি মিষ্টি কথা লিখে
প্রতিদিন দিয়ে তুমি প্রেম দিলে শিখে।
গভীর নিশিতে মন শুধু ভেবে যায়
এভাবেই প্রেমে বুঝি হাবুডুবু খায়?


যখন ছিলে না তুমি মন আঙিনায়
স্বপ্ন রাজ্যে ঘুরে মন সুখ নাহি পায়।
ভাবতাম এ জীবন শূন্যতায় ভরা
জল নেই সারা মাস চৈত্র খরতরা।
আজ প্রাণ মন খুলে শিখেছে হাসতে
পারবো এখন থেকে সুখেতে বাঁচতে।


রচনা কাল : ০২/১০/২০১৮ ইং