আমার কথার কোন দাম নেই আর
বেদনা যতই পাই আসো নাহি ধার।
ঘরের সুখের মাঝে কাটে ব্যস্ততায়
পুরনো স্মৃতির কথা বোঝা বড় দায়।
নতুন সাথীর হাতে তুলে দিছো মন
স্বপ্নের মতন দেখে এই দু'নয়ন।
একেলা নিশিতে কাঁদি প্রাণে শুধু জ্বালা
ভুলতে হৃদয় খানি হয় ফালা ফালা।


বুকটা দিয়েছো তারে নিতে বুঝি সুখ
পেয়েছো অনেক প্রেম হাসি তাই মুখ।
কেমনে বুঝবে আর হারানোর কষ্ট
সুখের ঢেউয়ে যার মন হল নষ্ট।
আপন অন্তর কথা করে দিছো পর
এভাবে সবাই বুঝি বেঁধে নেয় ঘর?


রচনা কাল : ২৮/১২/২০১৮ ইং