যদি চাঁদ আসে আর সাথে আসো তুমি
চাঁদ নয় তোমাকেই দিয়ে দিবো চুমি।
তোমাকে রাখবো ধরে বুকের খাঁচায়
জড়াবো তোমায় কত মায়ায় মায়ায়।
আদর সোহাগ দিয়ে ভুলাবো যে কষ্ট
আসো তুমি ছুটি আসো বলেছি তো স্পষ্ট।
ভয় নেই কখনোই যাবো না তো ছেড়ে
যত ঝড় যত বৃষ্টি যাক যত বেড়ে।


বুকের ভেতর আছো কতই না যত্নে
আছো গান কবিতায় নিদারুণ ছন্দে।
ভুবনের কোন খানে নেই আর মন
তোমাতেই যেন চোখ যায় সারাক্ষণ।
কিছু মন খুঁজে না তো তুমি কাছে এলে
কষ্টে প্রাণ যায় ভরে তুমি দূরে গেলে।


রচনা কাল : ০৮/০৮/২০১৮ ইং