অসুস্থ ছেলেটি আছে শুয়ে বারান্দায়
কেউ নাই তার পাশে বড় অসহায়।
মাছি তার চারপাশে খেলছে ঘূর্ণন
কেউ শুনতে পায় না তাহার ক্রন্দন।
বাবা গেছে ওই পাড়া সেথা কাজ তার
ইরি ধাঁন কাটা হলে ফিরা হবে ধার ।
কখন আসবে বাবা দিবে চোখে হাত
ঘুম হবে সুস্থ হবো ফিরবে প্রভাত।


সন্ধ্যা হল সূর্য গেল বাবা তো আসে না
আজ কাজ এত বেশি মন যে মানে না।
ব্যথা যন্ত্রণায় কাঁদে সারা দিন ভর
অপেক্ষা করে হৃদয় চৈত্র খরতর।
আধ আধ ঘুমে যেন চোখ বুঝে থাকে
স্বপ্ন মাঝে শুধু যেন মায়ে তারে ডাকে ।


রচনা কাল : ২৮/০৪/২০১৮ ইং