গুটি গুটি আম গাছে চৈত্র মাস শেষে
ভোর বেলা খোকাখুকি গাছতলে আসে।
রাত্রে তারা শুয়ে ভাবে বনপাড়া যাবে
খুব ভোরে গেলে তারা বেশি আম পাবে।
বড় গাছে বড় আম কাঁচা লাগে মিঠা
একমাত্র আম গাছ সেই বন ভিটা।
তাই তারা স্বপ্ন মাঝে সেই গাছ তলে;
আম পায় আম খায় ভোর হলে বলে।


দাদি বলে আর মাত্র এক মাস আছে
আম জাম লিচু রবে পেকে গাছে গাছে।
আম পাকা শুরু হয় বৈশাখের শেষে
রিয়াদ মারুফা আর তুলি শুনে হাসে।
দিন গুনে তিনজনে কড় গুনে গুনে
হাসে খেলে স্বপ্ন দেখে ঘুরে এক সনে।


রচনা কাল : ১২/০৪/২০১৮ ইং