দুঃখ ভরা তরী বেয়ে, হবে পারাপার।
কষ্টে গড়া যে জীবন, সে কি বাঁধে ঘর।
যার চোখ ঘুম ঘুম, অন্ধকারে দোলে;
মনে যেন সুখ লাগে, দুঃখ ছুঁয়ে গেলে।
কষ্টে গড়া দুঃখ ঘর, যদি যায় পুড়ে;
হাহাকার যেন মন, খোলা মাঠে ছাড়ে।
দূর বনে যায় পাখি, ফেলে শূন্য বাসা।
পথ মাঝে দুঃখ নিয়ে, পায় সে ভরসা।


দুঃখ সুরে ভোর সন্ধ্যা, গায় কত গান।
গভীর নিশিতে যেন, ভাসে দু'নয়ন।
দুঃখ পেলে দুঃখী মন, হাসে মিটিমিটি।
তার মন যেন গড়া, দিয়ে খাটি মাটি।
দুঃখের পাথর ঘষে, যদি পায় আলো;
নীরব নিথর মন, কাটে যেন ভালো।


রচনা কাল ঃ
১০/০৬/২০১৭ ইং
৮ঃ৩৬ পিএম।