খাঁচা ছেড়ে পাখি যদি, উড়ে যায় ভাটি;
শূন্য খাঁচা অনাদরে, পড়ে রবে মাটি।
দমের পুতুল ভবে, কয় দিন চলে?
সকালে মাজা দুলায়, চলে না বিকেলে।
হাওয়ায় গাড়ি চলে, কত দূর যাবে?
একদিন পথ মাঝে, গাড়ি থেমে যাবে।
মায়ার বাঁধনে ভব, আছে শুধু ঘেরা।
সেই মায়া হবে শেষ, হলে ভাটি ফেরা।


দুই দিন ক্ষণ নিয়ে, এই ভবে আসা।
তার মাঝে রঙ মেখে, কেন চলে হাসা?
মারা-মারি কাটাকাটি, আরো কত কিছু।
ঝগড়া  ফ্যাসাদ নিয়ে, সত্য ফেলে পিছু।
শাহিন বলে সবারে, সুখ পেতে ভবে;
মন কে করো না নষ্ট, জীবন আহবে।


রচনা কাল ঃ
০৫/০৭/২০১৭ ইং
৯ঃ৩৬ এএম।