এ জনমে বধূ হলে পাবো পর পাড়ে
চাই তোরে শত জন্মে লক্ষ কোটি বারে।
তাই তোরে বধূ করে নিতে চাই ঘরে
কোন ছলে দিস না রে ঠেলে পর করে।
তুই ছাড়া দু'জীবনে নাহি হব সুখী
অন্য কারো হয়ে গেলে হব বড় দুঃখী।
ভয়ে ভয়ে থাকি শুধু কোথায় পালালি
পাবো না ক কোন কালে এভাবে হারালি।


ভুবনে না পেলে তোরে পরকালে পর
দু'জীবনে শূন্য হবে তবে মোর ঘর।
এই জ্বালা বড় জ্বালা সওয়া যাবে না
ভাবতেই অশ্রু ঝরে বাঁধন মানে না।
বলে দে জলদি করে যত কাল আসে
থাকবি শুধু আমার যাবি ভালবেসে।


রচনা কাল : ১৪/০৯/২০১৮ ইং