তুমি মোরে ভালবাসো, না হলে কি হত;
তোমার যা দেখি সব, সুখে হাসে তত।
তোমার চুলের বেণী, ডাকে ইশারায়।
দুটি হাত সুখে কাঁপে, সামনে দাঁড়ায়।
ঠোট দুটি কেঁপে কেঁপে, বলে যেন কথা।
এদিক সেদিক যেন, দেখ ফিরে মাথা।
কিসের এত ভাবনা, মনে কেনো জ্বালা?
তোমার পাশেই আছি, যাক কেটে বেলা।


সুখে কাটে দিন রাত, যেন দুটি মন।
ছলছল করে যেন, হায় দু'নয়ন।
স্বপ্ন এসে চলে যায়, শান্তি লাগে মনে।
বলবো মনের কথা, খুলে তার সনে।
দু'জনার ভাবনায়, এক পথ হাসে।
দুটি মন মিলে যেন, শুধু ভালবাসে।


রচনা কাল ঃ
০২/০৮/২০১৭ ইং
৭ঃ১৫ এএম।