চাঁদ তোরে দেখি যদি, ওঠে বুকে ব্যথা।
পূর্ণিমার রাতে প্রিয়া, বলে ছিল কথা।
হঠাৎ করে বৃষ্টি এলে, উঠে বাড়ি ফেরা।
কত স্মৃতি নদী কূলে, করে ঘুরা ফেরা।
ডিঙি পরে গান গেয়ে, আম তলে আসা;
সেথা থেকে হল জ্বালা, হল ভালবাসা।
তার পরে দূর বনে, ছিন্ন হল হাত।
চলে এল কষ্ট যেন, দুঃখের প্রভাত।


কত নিশি চলে গেল, প্রিয়া কাছে নাই।
সন্ধ্যা হলে আজো ঘাটে, তরী যে ভিড়াই।
হিজল গাছে দোয়েল, আজো গান গায়।
সেই গানে মন আর, নাচে না তো হায়।
তরী পরে বসে একা, পা জলে ফালাই।
দুঃখ ভাসে নদী জলে, কারে যে জানাই।


রচনা কাল ঃ
০৮/০৬/২০১৭ ইং
৯ঃ২৩ পিএম।