তোরে কত ভালবাসি নিশিরাত্রি জানে
তোর কথা বুক জুড়ে সুখ বয়ে আনে।
পাশে যেতে চেয়ে কেন দূরে রয়ে যাই
সুর ছাড়া গান গেয়ে সুখ বুঝি পাই।
কেন জানি যত দেখি তত লাগে ভাল
এতটুকু দূরে গেলে মন হয় কালো।
ভেবে যাই চন্দ্র তুই নিশিতের গায়
স্বপনের মাঝে মন তোরে শুধু পায়।


দিবানিশি ফোন পেতে অপেক্ষায় থাকি
কত ছবি চুপিসারে বুক মাঝে আঁকি।
কথা হলে সুখে প্রাণ কাঁপে থরথরে
দূরে গেলে সাথে সাথে মন যায় মরে।
একদিন ঠিক তুই জানি দিবি ধরা
সেই দিন দু'টি মনে হবে প্রেম গড়া।


রচনা কাল : ০৫/০২/২০১৮ ইং