দু'টি প্রাণ ছিল এক হয়েছে আলাদা
ভুলে যেতে এই ভব দিয়েছে তাগাদা।
অপরাধ শুধু এই মনের মিলন
ভুল করে বুকে লাগে সুখের কিরণ।
স্বপ্ন দেখা মিথ্যে হল অপূর্ণ ছোঁয়ায়
অশ্রু মাঝে ভেসে চোখ রজনী পোহায়।
দুনিয়ার সব কিছু লাগছে আঁধার
আশা নাই কোন আলো ফুটবে আবার।


ধীরে ধীরে যাচ্ছে ক্ষয়ে অন্তর দু'খানি
সবে কেন যায় বলে বেদনা কুঁড়ানি।
সারা বেলা ঘুরেফিরে ডাকছি সুখকে
কন্ঠ ক্ষীণ পায়ে চোট গিয়েছে মুচকে।
চলা আর নাহি হয় ভুবন মাঝারে
কত দিন যায় থাকা একেলা আঁধারে?


রচনা কাল : ১৯/১২/২০১৮ ইং