কদম ফুল পাড়তে এই বর্ষাকালে
ঝুলতাম সারাবেলা কদমের ডালে।
নৌকা নিয়ে ছুটতাম এ পাড়া ও পাড়া
কোন গাছে ভরা ফুল দ্রুত যাবে পারা।
ফুলসহ ডাল ভেঙে আসতাম নিয়ে
বুড়িটি তাড়াতো তার হাত লাঠি দিয়ে।
মুখ ভেঙিয়ে আমরা আসতাম ফিরে
বুড়িটি ভেতরে যেত হেটে ধীরে ধীরে।


কিছু ফুল রাখা হত খুব যত্ন করে
কিছু ফুল ছিঁড়ে খেলা হত দিন ভরে ।
ফুল দিয়ে নৌকা পরে বানাতাম ঘর
ছেঁড়াফুল জলে ফেলে দেখি তারপর।
সেই বুড়ি নেই আর নেই সেই ফুল
ছেড়ে এসে সে জীবন হল বড় ভুল।


রচনা কাল : ২৮/০৬/২০১৮ ইং