শ্রাবণের মত মন অঝোরে কাঁদছে
হৃদয় পিঞ্জর যেন শুধু ব্যথা পাচ্ছে।
জীবনের স্বপ্ন আজ হল বুঝি মাটি
পুড়ে পুড়ে মন বলে হয়ে যায় খাটি।
আমার হৃদয় খানি হয়েছে কি সোনা
নাকি ব্যথা পেয়ে আরো হয়ে গেছে মোনা?
কে বলে ভুবন জুড়ে খাটি মন নাই
আয় তোরা ছুটে আয় শাহিনের ঠাই।


যে হৃদয় কষ্টে ভরা নীরব সে রয়
একা একা জ্বলে পুড়ে হতে চায় ক্ষয়।
সত্য মন কোন ভাবে হয় না রে ছাই
ব্যথা পেয়ে হাসে যেন বলে কষ্ট নাই।
কারো বুকে ভুলে কভু দেয় না বেদনা
ছলনায় ভালবেসে খেলে না খেলনা।


রচনা কাল : ২০/০৭/২০১৮ ইং