ঈদ ঈদ ঈদ এলো


ঈদ ঈদ ঈদ এলো ধরণীর পরে
আনন্দের বাতি জ্বলে তাই ঘরে ঘরে।
মেঘলা আকাশ আর শীতল বাতাস
প্রিয়দের সাথে নিয়ে ফেলি সুখে শ্বাস।
ঈদের জামাত হয় খুব ভাল ভাবে
রোদ নেই বৃষ্টি নেই দারুণ স্বভাবে।
তেঁয়াশিয়া ঈদগাহে লোক শত শত
হাসি মুখে কলাকলি করে সবে কত।


ধনী গরীব সবাই, মিলে এক প্রাণ
ভেদাভেদ ভুলে সবে গায় এক গান।
কাঁধে কাঁধ মিলে সবে করে যায় কাজ
হাসি খুশি মন নিয়ে চলে সত্য মাঝ।
কর্ম ছেড়ে দেশে ফিরে দেখা কত মুখ
হৃদয় গভীরে ভরে দিয়ে যেন সুখ।


রচনা কাল : ১৬/০৬/২০১৮ ইং