ঈদ এলো ফিরে এলো, মন হল খুশি।
আনন্দে নাচে সবাই, তাই বেশি বেশি।
কারো বুকে যেন আজ, নেই কোন ব্যথা।
শত্রু আজ বন্ধু হয়ে, বলে যায় কথা।
আজ মনে সুখ পেয়ে, বুক জলে ভাসি।
বনে বনে ফোটে ফুল, খোকা দেয় হাসি।
লাল জামা পড়ে খুকি, সখী খুঁজে যায়।
তার হাত ধরে যেন, শুধু যে বেড়ায়।


ঈদগাহ মাঠ ভরে, কত শত লোক।
দেখা মেলে কত জনে, জড়ায় এ বুক।
নানা জনে নানা রঙে, সাজায় যে দেহ।
দেখে মন যায় ভরে, ঈর্ষা নেই কেহ।
এই দিনে দাও কথা, রবে চিরকাল;
ইসলামের নৌকায় , হয়ে এক দল।


রচনা কাল ঃ
২৫/০৫/২০১৭ ইং
১২ঃ৩৬ পিএম।