কান্না ভরা আঁখি তুলে ডাকো বার বার
সাড়া দিতে মন চায় যেতে চাই ধার।
কোন মুখে যাবো বলো লাজে মরে যাই
ভালবেসে তবু ঘরে নিতে পারি নাই।
অভাগার পিছে পিছে আজো কেন থাকো
অর্থ টাকা কিছু নেই মিছে স্বপ্ন আঁকো।
বুক ভরে প্রেম দিয়ে করে ছিলে ভুল
দুঃখ জলে ভাসো তাই নাই তার কূল।


কিছু দিতে পারি নাই শুধু কষ্ট ছাড়া
নিশি জাগি কত ভেবে হয়ে ঘুমহারা।
বুকটারে করে দিছি পুড়ে পুড়ে ছাই
জানি বুকে ব্যথা ছাড়া আর কিছু নাই।
ক্ষমা করে দিও তুমি অভিশাপ নয়
শুনে রাখো এক ব্যথা দু'টি প্রাণে বয়।


রচনা কাল : ০৯/০১/২০১৯ ইং