সকাল থেকেই আজ, মনে শুধু জ্বালা
সুখের পথে কে যেন দিয়ে গেছে তালা।
কোন ভাবে কিছুতেই মেলেনি কো সুখ
সারা দিন কষ্ট পেয়ে কালো ছিল মুখ।
কত লোক পাশে ছিল নাহি বলে চল
এক মুঠো সুখ আজ এত দামি হল।
হাজারো লোকের ভিড়ে আমি ব্যথা প্রাণ
পিঁচ ঢালা পথে মন নাহি গায় গান।


এত মানুষ ভুবনে কত সবে হাসে
এক সাথে চলে তারা এক সাথে ভাসে।
পৃথিবীর সব সুখ আছে সব মনে
কেবল আমার মন হাহাকার শোনে।
ভুবনের সব দুঃখ শুধু এই বুকে
তাই প্রাণ মরে আজ যেন ধুকে ধুকে।


রচনা কাল : ১৭/০৫/২০১৮ ইং