যতদিন দূরে রও ততদিন জ্বালা
কাছে এলে এই মন হয় যেন ভালা।
জানি আর কোনদিন ফেরা নাহি হবে
স্মৃতি গুলো  মন জুড়ে কান্না হয়ে রবে।
ভুলে গিয়ে ঘর বেঁধে সুখে আছো বেশ
পাগলের মত আমি ঘুরি সারা দেশ।
সঙ্গী হয়ে স্বপ্ন যেন মিথ্যে হয়ে যায়
কিছু আশা করে প্রাণ কষ্ট শুধু পায়।


ভাল নাহি লাগে কিছু মন জুড়ে কষ্ট
মাঝে মাঝে মাথা তাই হয়ে যায় নষ্ট।
কারো কাছে যাই নাক দূরে দূরে রই
বিরহের সব গান একা একা কই।
নিশিরাত মধুময় একা এক সুরে;
ভেসে যাই অজানার কত কিলো দূরে।


রচনা কাল : ২৪/০৩/২০১৯ ইং